ফতুল্লায় সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণ, দগ্ধ ১৪ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপের গোলযোগ থেকে অন্তত ১৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি এ্যাপারেলসে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির ও মাহবুব কাজি।
কামরুল হাসান নামের দগ্ধ এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন মিস্ত্রি কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের সেই পাইপ ফেটে যায়। এতে হঠাৎই আগুন ধরে যায় এবং মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির বিভিন্ন কর্মচারীরা সামান্য দগ্ধ হন।
পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের পাশে সড়ক প্রশস্ত করনের কাজ চলছে। সেজন্য আমরা আমাদের এখানকার স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ করছিলাম। এই কাজের জন্য গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছিলাম। সেসময় একটি ছোট দুর্ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। আহতদের অবস্থা গুরুতর নয়।’
সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণের ঘটনাস্থল। ছবি: আমাদের সময়
এদিকে, ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফখরুদ্দীন বলেন, ‘আমরা বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে ঘটনার খবর পেয়ে এখানে এসেছি। কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই জানায় নাই। এখানে এসে আমরা দুর্ঘটনার সঠিক স্থানটি এখনো চিহ্নিত করতে পারি নাই। তবে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আহত ১০ জনের একটি তালিকা পেয়েছি। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংখ্যা আরও বেশি দেখেছি। সেটি আমরা তদন্ত করে দেখছি।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবারই মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের কিছু কিছু জায়গায় দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থাই এখন পর্যন্ত গুরুতর মনে হচ্ছে না। তাদেরকে ভালোভাবে দেখে পরবর্তীতে তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. তরিকুল ইসলাস বলেন, নারায়ণগঞ্জ ফতুল্লার ঘটনায় ১৪ জনের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হতে পারে।