মায়ের কবরে চিরনিদ্রায় আহমেদ রুবেল
মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা শামীম হোসেন।
এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরের পর আহমেদ রুবেলের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি গাজীপুর শহরে উত্তর ছায়াবীথিতে। বাদ আসর রাজবাড়ি মাঠে জানাজা শেষে গাজীপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় এই অভিনেতাকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সকাল ১১টায় ঢাকা থিয়েটারের উদ্যোগে আহমেদ রুবেলের নিথর দেহ নেওয়া হয় শিল্পকলা চত্বরে। সেখানে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’