যে কারণে মনমোহনের প্রশংসা করলেন মোদি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরে ভূয়সী প্রশংসা করলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া বক্তব্যে কংগ্রেস নেতা মনমোহনকে এ প্রশংসা করেন বিজেপি নেতা মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ রাজ্যসভার সংসদ সদস্যদের মেয়াদ শেষ হয়েছে। তাদের বিদায় দিতে ভাষণ দেন মোদি। আর এ ভাষণেই মনমোহনের প্রশংসা করেন তিনি।
গত বছরের আগস্টে হুইলচেয়ারে বসে পার্লামেন্টে আসেন মনমোহন। সে স্মৃতিচারণা করে মোদি বলেন, ‘যেভাবে আমাদের দেশ ও সংসদকে নেতৃত্ব দিয়েছেন তিনি, সেটা সবসময়ে মনে রাখব। আমাদের প্রেরণা জুগিয়েছেন। অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে বসেও তিনি ভোট দিতে এসেছেন। ট্রেজারি বেঞ্চই জিতবে, সেটা জেনেও ভোট দিয়েছেন। সংসদ সদস্য হিসাবে তার এই কর্তব্যপরায়ণতা একটি উদাহরণ হয়ে থাকবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘মনমোহনজি কাদের শক্তি বাড়াতে এসেছিলেন সেটা বড় কথা নয়। আমি মনে করি তিনি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই ভোট দিয়েছেন।’
রাজ্যসভায় দেওয়া বক্তব্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন বর্তমান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস