বিকল্প যে পথে যেতে পারবেন সেন্টমার্টিনে

অনলাইন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮
শেয়ার :
বিকল্প যে পথে যেতে পারবেন সেন্টমার্টিনে

মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তার কারণে শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে নৌ-রুটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার পর্যন্ত সব জাহাজ চলাচল করবে।

তিনি আরও জানান, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ দিয়ে ১০টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। সেগুলো হলো কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি গ্রিন লাইন-১, এমভি আটলান্টিক, এমভি বার আউলিয়া, এমভি অপরাজিতা, শহীদ সালাম, বে ক্রুজ, এমডি কাজল ও সুকান্ত বাবু।