উরফির ‘পুতুল খেলা’
খোলামেলা পোশাকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদ। বেশিরভাগ সময়ই অদ্ভুত সব পোশাকের জন্য তিনি বিতর্কে জড়িত থাকেন। সব সময়ই তিনি ছোট এবং সাহসী পোশাক পড়ে জনসম্মুখে আসেন। আর এসব পোশাক এতোটাই বিচিত্র এবং অদ্ভুত যা আগে কেউ কখনও ভাবতেই পারেনি। এগুলো উরফি নিজেই ভাবনা থেকে তৈরি করেন।
সম্প্রতি নিজের একটি নতুন ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন উরফি। নতুন পোশাকে এবার তার ভাবনায় এসেছে ‘বার্বি ডল’। বেশ কিছু ডল দিয়ে তৈরি করা হয়েছে এ অদ্ভুত পোশাক।
উরফি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে তা শেয়ার করা শুরু করে দেন তার অনুরাগীরা। অন্যদিকে কিছু মানুষ ভিডিওটি দেখে সমালোচনাও করেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসঙ্গত, প্রথম থেকেই উরফির পোশাক নিয়ে বেশ কিছু মানুষ শালিনতার প্রসঙ্গ তোলেন। শুধু তাই নয়, অনেকেই অভিযোগ করে জানায় উরফি ভারতের সংস্কৃতির ঐতিহ্য নষ্ট করছেন। যদিও
এইরকম বিতর্কিত পোশাক পরেই উরফি তার ভক্তের সংখ্যা বাড়িয়েছেন। অনুরাগীরাও এখন অপেক্ষায় থাকেন, কখন তিনি তার পোশাকে চমক আনবেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট