আহমেদ রুবেল আর জন্মাবেন না
গুণী অভিনেতা আহমেদ রুবেল আর নেই। আজ বুধবার তার নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার উপলক্ষে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সবার সঙ্গে বসে এটি উপভোগের কথা ছিল। সেখানে এসেছিলেনও, কিন্তু সৃষ্টিকর্তার খেলা, আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা। যা এখনও সবার কাছে অবিশ্বাস্য। তার মৃত্যুতে শোকগ্রস্ত ঢাকাই শোবিজ জগৎ।
অভিনেতা চঞ্চল চৌধুরী শোক প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না যে, অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই।’
সিয়াম আহমেদ তার ওয়ালে লিখেছেন, ‘রুবেল ভাই আর নেই! ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্রেফ অবিশ্বাস্য!’
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘খবরটা বিশ্বাস হচ্ছে না! আহমেদ রুবেল ভাই...’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘আহা! রুবেল ভাই! আপনার মতো এমন দারুণ একজন অভিনেতাকে কতটুকু সম্মান এ ইন্ডাস্ট্রি করতে পেরেছে জানি না। আপনার কাছ থেকে আরও দুর্দান্ত অভিনয় দেখার সুযোগ আর হবে না! কিন্তু আপনার প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা। একজন আহমেদ রুবেল আর জন্মাবেন না এই ক্ষেদ রইলো মনে। যেখানেই থাকেন ভালো থাকেন।’
জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘রুবেল ভাই নেই আমি বিশ্বাস করি না। আমি উনার সিনেমার প্রিমিয়ার শো দেখতে সিনেমা হলের কাছে এসে শুনি উনি নেই! সত্যি কি?’
নির্মাতা এসএ হক অলিক লিখেছেন, ‘আহা আহমেদ রুবেল ভাই এভাবে চলে গেলেন? একটা সময় একসাথে কত কাজ ছিল আমাদের? কত নাটক?’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জায়েদ খান লিখেছেন, ‘জীবন কত অনিশ্চিত। নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন।’
আরিফিন শুভ বলেন, ‘আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’
এ ছাড়াও শোক প্রকাশ করেছেন রওনক হাসান, জিয়াউল ফারুক অপূর্ব, মারজুক রাসেল, সুমন আনোয়ার, তমা মির্জা, জিয়াউল হক পলাশ, অপর্ণা ঘোষ প্রমুখ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’