নিজের প্রিয় বাগানেই সমাহিত হবেন আহমেদ রুবেল

বিনোদন প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১২
শেয়ার :
নিজের প্রিয় বাগানেই সমাহিত হবেন আহমেদ রুবেল

নিজ বাড়ি গাজীপুরের ছায়াঘেরা বাগানে সমাহিত হবেন অভিনেতা আহমেদ রুবেল। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর সেখানে তাকে দাফন করা হবে। এর আগে সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী এ অভিনেতার মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার দাফন ও শেষবিদয়ের বিষয়ে তথ্য দিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

তিনি বলেন, ‘রাতে মরদেহ হিমঘরে রাখা হবে। এরপর শেষ শ্রদ্ধা জানাতে অভিনেতার মরদেহ শিল্পকলায় নেওয়া হবে। তার পরিবারের সিদ্ধান্তে গাজীপুরেই জানাজা ও দাফন সম্পন্ন হবে।’

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আহমেদ রুবেলের মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।

আজ বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা আহমেদ রুবেল। এ প্রদর্শনীতেই যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসেছিলেন তিনি।

গাড়ি থেকে নামার সময়ই অসুস্থতা অনুভব করেন অভিনেতা। এরপর হেঁটে এগোতে লাগলে কিছুক্ষণ পরই অচেতন হয়ে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।