গাজীপুরে চিরনিদ্রায় শায়িত হবেন আহমেদ রুবেল
অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার গাজীপুরে তার নিজ গ্রামে দাফন করা হবে। আজ বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম বলেন, ‘আজকে রাতে আল মারকাজুলের গোসলের পরে রুবেল ভাইকে (মরদেহ) হিমঘরে রাখা হবে। আগামীকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিল্পকলায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে। এরপর গাজীপুরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে।’
আজ বুধবার সন্ধ্যার দিকে স্ট্রোক করে মারা যান আহেমদ রুবেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আহমেদ রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আমার নতুন সিনেমা ‘‘পেয়ারার সুবাস’’–এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে হলে ঢোকার আগ মুহূর্তে আহমেদ রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি হয় নাসির উদ্দিন ইউসুফ-সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে। দীর্ঘদিন তিনি এ নাট্যদলের হয়ে মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন গুণী পরিচালকের নাটকে অভিনয় করেন।
আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরে তিনি বাংলাদেশের ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায় অভিনয় করেন। ২০১৪ সালে কলকাতার ‘পারাপার’ নামের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন আহমেদ রুবেল। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।