সরকারের করুন পরিণতি হবে: অলি

নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮
শেয়ার :
সরকারের করুন পরিণতি হবে: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘আমরা নির্বাচন বর্জন ডাক দিয়েছিলাম, তা আমরা সফল হয়েছি। আমাদের আহ্বানে আওয়ামী লীগেরও ২০ শতাংশ ভোটার নির্বাচন বর্জন করেছে। এ কারণে মোট ভোটারের ৫-১০ শতাংশের বেশি ভোট দিতে কেন্দ্রে যাননি। সরকার যদি মনে করে এই ধরনের নির্বাচন করে নির্বাচিত হয়ে গেছে, পাঁচ বছর দেশ পরিচালনা করবে, এটা তাদের ভ্রান্ত ধারনা। তাদের পরিণতি করুন হবে। যে কোনো সময় তাদের করুন পরিণতি হতে পারে। লাখ লাখ মানুষ মারা যেতে পারে। মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা আমার কর্তব্য। এখনো সময় আছে।’

আজ বুধবার মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের মতো দেশ বাংলাদেশে গুলি, বোমা ছুড়ছে, আকাশসীমা লঙ্ঘন করছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, ‘আমাদের মন্ত্রীরা শান্তিতে ঘুমাচ্ছে। বাংলাদেশকে রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো সীমান্তে সেনা মোতায়েন হয়নি। অথচ আমরা একটি স্বাধীন দেশ। সে স্বাধীনতা আমরা কীভাবে ভোগ করছি। মিয়ানমারের চেয়েও আমরা কী দুর্বল। সরকারের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন না। দুইদিন আগে ভারতের দোভাল (ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল) এসেছিলেন। সে পরামর্শ দিয়ে গেছে কিভাবে বাংলাদেশ চলবে। শেখ হাসিনা যদি বাংলাদেশ চালাইত তাহলে আরও কিছু ভালো হত। দোভালদের দিয়ে যদি বাংলাদেশ চালান তাহলে অভীষ্ট লক্ষে পৌঁছাতে পারবেন না।’   

সরকারের উদ্দেশ্যে অলি বলেন, ‘গত তিনটি ফলস নির্বাচন করে গত ১৫ বছর আপনি অবৈধভাবে সরকার পরিচালনা করেছেন। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তাই দেশবাসীকে বলতে চাই, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। দেশের জন্য যেটা মঙ্গল সেটা করেন। ভেবে চিন্তে কাজ করেন।’      

রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন অলি। তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই দুর্নীতির স্বাদ পেয়েছেন।’

গত ৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন অলি আহমেদ বলেন, ‘এসব কারণ উদঘাটনে বিএনপির তরফ থেকে একটি কমিটি করা হয়েছে। আশা করি তদন্ত শেষে তারা একটি বই তৈরি করবেন।’

সরকার পতনসহ একদফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান অলি আহমেদ। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করুন।’