ঢাকায় কৌশানী মুখার্জি
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা নিয়ে জলঘোলা কম হয়নি। শুরুতে জানা যায়, এ সিনেমা দিয়ে বিরতি ভাঙছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকে নিয়ে অবশেষে শুরু হচ্ছে ‘ডার্ক ওয়ার্ল্ড’র শুটিং। আর তারই অংশ হিসেবে আজ বুধবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কৌশানীর ঢাকায় আসার খবরটি জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নিজ ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে তিনি জানান, দুই বাংলার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি এখন ঢাকায়। ‘ডার্ক ওয়ার্ল্ড’ টিম থেকে তাকে শুভেচ্ছা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে নির্মাতা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে সিনেমার শুটিং। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে কৌশানীকে। তার বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানুসহ অনেকে।