৩ দিনের সফরে কাতার গেলেন সেনাপ্রধান
তিন দিনের সরকারি সফরে আজ বুধবার কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কাতারে অনুষ্ঠিত 18th AFC Asian Cup Qatar 2023TM এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করবেন। একই সঙ্গে World Aquatics Championships Doha 2024-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফর শেষে আগামী ১১ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?