হুমায়ূন আহমেদের স্মৃতিতে ডা. এজাজের বই

বিনোদন প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০
শেয়ার :
হুমায়ূন আহমেদের স্মৃতিতে ডা. এজাজের বই

প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় কাজ করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। এরপর থেকেই নিয়মিত আছেন অভিনয়ে। কাজ করছেন নাটক-সিনেমায়। অভিনেতার বাইরে তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয়- তিনি একজন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানবিক চিকিৎসক হিসেবেও সুনাম রয়েছে তার।

ডা. এজাজ এবার আবির্ভূত হলেন নতুন পরিচয়ে। লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। এবারের অমর একুশে বইমেলায় এসেছে হুমায়ূন আহমেদ নিয়ে লেখা তার স্মৃতিগ্রন্থ। নাম ‘আমার হুমায়ূন স্যার’। সময় প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন আরাফাত করিম।


ডা. এজাজ বলেন, ‘মেলায় আমার বই আসায় হুমায়ূন আহমেদ স্যারকে খুব মনে পড়ছে। আমি তার সঙ্গে এখানে আসতাম তার বই কিনতে এবং আমার কষ্ট হয় যে তিনি আর পাশে নেই।’

প্রকাশিত বই নিয়ে তার কথা, ‘আসলে আমি আমার পাঠকদের হুমায়ূন স্যার সম্পর্কে আরও জানানোর জন্য এই বইটি লিখেছি। তিনি আমার ঘনিষ্ঠ মানুষদের একজন ও একজন শুভাকাঙ্ক্ষী। সবসময় আমি তাকে শিক্ষক হিসেবে দেখেছি। বহুবছর ধরে তাকে নিয়ে একটি বই লেখার কথা ভেবে এসেছি। এই বইটি সেই মুহূর্তগুলো নিয়ে যা সৌভাগ্যবশত আমি তার সঙ্গে কাটাতে পেরেছিলাম।’