‘নতুন অভিজ্ঞতা হয়েছে’

বিনোদন প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২
শেয়ার :
‘নতুন অভিজ্ঞতা হয়েছে’

নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে আছেন এ বি এম সুমন। আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘বুকিং’। দুজনকে নিয়ে আপাতত প্রকাশ হয়েছে একটা দৃষ্টিনন্দন প্রেমময় পোস্টার।

এদিকে গেল বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’র কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরী। ঢাকার ৩০০ ফিটে হয়েছে এর শুটিং। আর এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন পরীমণি ও এ বি এম সুমন।


পরী বলেন, ‘“বুকিং”র গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।’

নির্মাতা আরিয়ান জানান, মিষ্টি একটি প্রেমের গল্প ‘বুকিং’। পরীমণি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুন্দর একটি গানও আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প এটি। ‘বুকিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে, আগামী ১৪ ফেব্রুয়ারি।