প্রাইম ব্যাংকের ডিএমডি হলেন সাজ্জাদ হায়দার
প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী। সম্প্রতি তিনি ওই পদে পদোন্নতি পান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাইম ব্যাংক থেকে জানা যায়, দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে সাজ্জাদ হায়দার চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস এবং ফিজিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতক সম্পন্ন করেন। তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের