ভারত থেকে পাচার করা ৪০৬ কেজি ফুসকা জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪২
শেয়ার :
ভারত থেকে পাচার করা ৪০৬ কেজি ফুসকা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে লাউড়েরগড় সীমান্তে এলাকা দিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা ও পেঁয়াজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী পথে ভারত থেকে বাংলাদেশ আনার সময় এ সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, লাউড়েরগড় ক্যাম্পের বিজিবি টহলদল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৪ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পেঁয়াজ, আলুর বস্তা, ফুসকা কার্টন, ভারতীয় মদ, গাজা, ইয়াবা পাচার হয়। আজ ভোরে বিজিবির টহলদল ওই এলাকায়ি অভিযান চালায়। এসময় বিবিজ সদস্যাদের দেখে চোরাচালানীরা ৫০০ কেজি পেঁয়াজ ও ৪০৬ কেজি ফুসকার বস্তা ফেলে পালিয়ে যায়।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার আতিয়ার রহমান জানান, চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক মালামালের মূল্য ১ লাখ ১০ হাজার ৯০০ টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ জব্দ করা মালামালগুলো প্রয়োজনীয় পদক্ষপ নেওয়া হবে।