প্রথম দিনেই ৪ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। প্রথম দিনেই ৪ কোটি ৫ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরন হয়েছে ৮১০টি। এ মনোনয়ন ফরমের বিপরীতে ৪ কোটি ৫ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ।
আজ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৪৮টি সংরক্ষিত আসন পাচ্ছে আওয়ামী লীগ। বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।