শহীদ কাপুর নাকি রণবীর সিং, ভোট চাইলেন তাপস

বিনোদন প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩
শেয়ার :
শহীদ কাপুর নাকি রণবীর সিং, ভোট চাইলেন তাপস

বলিউডের দুই সুপারস্টার শাহীদ কাপুর ও রণবীর সিং। এর মধ্যে ঢাকার মঞ্চে কাকে দেখতে চান দর্শক? এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক’র প্রধান নির্বাহী সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। দর্শকদের ভোটে এগিয়ে থাকা সেই বলিউড তারকাকে নিয়েই আয়োজন করা হবে জমকালো অনুষ্ঠানের- এমনটাই জানা গেছে।

এদিকে, রণবীর ও শাহীদ কাপুরের ছবি শেয়ার করে ফেসবুক পেজে একটি পোলও ছেড়েছেন তাপস। সেখানে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে এগিয়ে আছে রণবীর। তবে সময় এখনও পেরিয়ে যায়নি।

টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে আসছে।

গানবাংলা’র সূত্রে জানা গেছে, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস। এই আয়োজনে কারা উপস্থিত হবেন- তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই তাপসের এই ভোট আহ্বান।