গভীর রাতে আ. লীগ নেতার বাড়িতে গুলি, পেট্রল ঢেলে আগুন
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ৯ রাউন্ড গুলি ছোড়ার পর দুর্বৃত্তরা বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় গুলির আঘাতে একটি কাঁচের দরজা ও বারান্দার গ্রিল ফুটো হয়ে যায়। আগুনে বারান্দায় থাকা আসবাবপত্র এবং কয়েকটি খাঁচায় থাকা পাখি পুড়ে মারা গেছে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে।
এ বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সোমবার রাত ১২টা ১৮ মিনিটে একটি গ্রামীণ মোবাইল নম্বর থেকে আক্তার খান পরিচয় দিয়ে আমার বাড়ি আসতে চায়। আমি তাকে সকালে আসতে বলি। ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় অপর ব্যক্তি হাছান খন্দকার পরিচয় দিয়ে পুনরায় গালিগালাজ করে আমাকে মেরে ফেলা হুমকি দেয়।’
নূরে আলম বলেন, ‘একই নম্বর থেকে রাত ১২টা ২৯ মিনিটে পুনরায় ফোন করে। এ সময় আমি ওই ব্যক্তিকে বাড়ির বাইরে আছি বললে ওই ব্যক্তি ফোন কেটে দেয়। পরে দুটি মোটরসাইকেলে পাঁচজন ব্যক্তি এসে আমার গেটে একটি গুলি করে। শব্দ শুনে ঘর থেকে বের হতে চাইলে আরও দুটি গুলি করে। আমি অন্য গেট দিয়ে বের হতে চাইলে সন্ত্রাসীরা ওই গেটে আরও ছয়টি গুলি করে। পরে পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে আমার একটি কাঁচের দরজা ও বারান্দার গ্রিল ফুটো হয়ে যায়। একাধিক গুলি ঘরের দেয়ালে লেগে ক্ষত হয়। আগুনে বারান্দায় থাকা চেয়ার টেবিল ও বেশ কিছু পাখি পুড়ে গেছে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্তাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।’
জাতীয় জরুরি পরিসেবার নম্বর ৯৯৯ এ ফোন করলে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে শ্রীপুর থানা উপপরিদর্শক আবু রায়হান ঘটনাস্থলে এসে ছয়টি গুলির আলামত উদ্ধার করেন, যোগ করেন নূরে আলম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলির আলামত উদ্ধার করে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।