ভারতীয় সেনা প্রত্যাহারের সময় বেঁধে দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮
শেয়ার :
ভারতীয় সেনা প্রত্যাহারের সময় বেঁধে দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনা সদস্যদের দেশে ফিরে যাওয়ার সময় বেঁধে দিলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ সোমবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। 

দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে কথা বলে আসছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতীয় সেনাদের বিতাড়িত করার হুঁশিয়ারিও দিয়েছেন একাধিকবার। এবার বেঁধে দিলেন সময়সীমা। 

সোমবার ভাষণে মুইজ্জু বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আপনাদের একটাই প্রতিশ্রুতি দিয়ে আসছি। তা হচ্ছে স্বাধীন ও সার্বভৌম মালদ্বীপ। তিনি বলেন, আমরা কোনো দেশকেই আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার সুযোগ দেব না। 

মালদ্বীপের প্রেসিডেন্ট দাবি করেন, ১০ মে এর মধ্যে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত। তিনি জানান, আগামীতে এমন সব ধরনের চুক্তি বাতিল করা হবে যেগুলোতে মালদ্বীপের সার্বভৌমত্ব ক্ষুন্ন হতে পারে।

মুইজ্জুর ভাষণের সময় অধিবেশন বয়কট করে দুই প্রধান বিরোধী দল এমডিপি ও ডেমোক্রেট 

বর্তমানে মালদ্বীপে ৮৭ জন ভারতীয় সেনা অবস্থান করছে।