পৃথক দুর্ঘটনায় ভালুকার সড়কে ঝরল ৫ প্রাণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩
শেয়ার :
পৃথক দুর্ঘটনায় ভালুকার সড়কে ঝরল ৫ প্রাণ

পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় ৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড়, ভরাডোবা এলাকায় বাশার স্পিনিং মিলের সামনে এবং আজ সোমবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার বগাজান এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহতদের উদ্ধার ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাইম (১৩), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) ও একই এলাকার ফজলু (১৮)। তারা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। এছাড়াও ত্রিশাল উপজেলার খাগাটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো. ফারুক মিয়া (৩৫) ও একই উপজেলার বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে নুসরাত জাহান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় মাদ্রাসাছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে গিয়ে মাদ্রাসাছাত্র নাঈম, সজল ও সায়েম নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। আহতদের ভালুকা সরকারি হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মো. আতাউর রহমান জানান, দুর্ঘটানকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, ওইদিন রাতে উপজেলার ভরাডোবা বাশার স্পিনিং মিলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে আটোরিকশা চালক মো. ফারুক মিয়া (৩৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক ত্রিশাল উপজেলার খাগাটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান। 

অপরদিকে, আজ সোমবার সকালে কলেজে যাওয়ার পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে বগাজান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী উপজেলার বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে নুসরাত জাহানসহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়ার পথে নুসরাত জাহান মারা যান বলে জানান ওসি মো. আতাউর রহমান। নুসরাত উথুরা স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।