দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত লিটনকে নিজ গ্রামে দাফন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪
শেয়ার :
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত লিটনকে নিজ গ্রামে দাফন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক নুরুল হুদা লিটনের (৩৪) মরদেহ ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব জগতপুরে দাফন করা হয়েছে। গতকাল রবিবার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকায় পুলিশের ময়নাতদন্ত শেষে তার প্রথম জানাজা মসজিদ নার্সারি রোড নিউটাউন জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।

গত শনিবার রাত ১২টায় ইমারত এয়ার লাইন্সের একটি বিমানে লিটনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। রবিবার ভোরে মরদেহ তার নিজ গ্রামে পৌঁছায়।

গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদল হকের তিন ছেলে তিন মেয়ের মধ্যে লিটন ছিল সবার বড়। মেজ ভাই সৌদি আরবে এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকা তার সঙ্গে ছিল। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।

জানাজার নামাজের ইমামতি করেন ফাজিলের ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলম।

উল্লেখ্য, লিটন গত শুক্রবার রাতে কাজ শেষে দোকান থেকে বাসায় ফেরার উদ্দেশে গাড়িতে উঠার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংসারে স্বচ্ছলতা আনতে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে তার বাড়ি এসে বিয়ে করার কথা ছিল।