আবারও হুতিদের স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৫
শেয়ার :
আবারও হুতিদের স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র

আবারও ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, লোহিত সাগরে হামলার জন্য প্রস্তুত একটি অ্যান্টি-শিপ মিসাইল ব্যবস্থায় তারা হামলা চালিয়েছে। 

এর আগে শনিবার আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে ৩৬টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 

ওই হামলায় হুতিদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। তবে কোনো হতাহতের কথা নিশ্চিত করেনি হুতি। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, মার্কিন এই হামলার ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।  

গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।