পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১
শেয়ার :
পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, নিহত ১০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এক থানায় জঙ্গি হামলায় অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আরব নিউজ। 

বিগত মাসগুলোতে পাকিস্তানে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি তালেবান ও সরকারের মধ্যকার শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার পর ২০২২ সাল থেকে হামলা তীব্র হতে শুরু করেছে। 

দ্রাবানের উপ পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেন, সোমবার ভোররাত ৩টার দিকে স্নাইপার দিয়ে দুজন কনস্টেবলকে হত্যা করে জঙ্গিরা। এরপর পুলিশ স্টেশনে ঢুকে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

এর আগে গত ডিসেম্বরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একই রকম এক হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছিলেন। ছয় জনের একটি চক্র ট্রাক নিয়ে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে।