সাজেকে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৫
শেয়ার :
সাজেকে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনকে তাদের কর্মী বলে দাবি করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

আজ রবিবার দুপুরে উপজেলার সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অটুলাল চাকমা।

নিহতরা হলেন, ইউপিডিএফের কর্মী আশীষ চাকমা ও দীপায়ন চাকমা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘আজ দুপুরে বাঘাইহাট-সাজেক সড়কে মাচালং ব্রিজপাড়ায় একটি দোকানে বসে চা পান করছিলেন ইউপিডিএফের কর্মী আশীষ চাকমা ও দীপায়ন চাকমা। এ সময় ৪ জন অস্ত্রধারী দোকানটি ঘেরাও করে দুইজনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আশীষ ও দীপায়ন মারা যান। খবর পেয়ে সাজেক থানা থেকে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।’

এদিকে এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করে ইউপিডিএফের রাঙামাটির সমন্বয়ক সচল চাকমা বলেন, ‘নিহত দীপায়ন ও আশীষ চাকমা সাংগঠনিক কাজে ব্রিজপাড়ায় যান। সেখানে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করে জেএসএসের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের কোনো সশস্ত্র দল নেই। এ ঘটনার সঙ্গে জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই।’