বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় নারী নিহত
রাজধানীর বিমানবন্দর সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নারগীস সুলতানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জুলেখা বলে জানা গেছে। তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?