ঢাকার আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আইনমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বস্ত্র ও পাটমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় পাট অধিদফতরের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদফতরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় আগারগাঁও বন অধিদফতরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিকেল ৩টায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ১৫তম ডিআরএমসি জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টায় তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদফতরের সদর দফতর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জাতীয় ভোক্তা অধিকারের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ইভ্যালির গ্রাহকদের পাওনা টাকা ফেরত প্রদান অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
আওয়ামী লীগের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচা পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।