বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২ বিয়ে

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬
শেয়ার :
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২ বিয়ে

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমায় আজ শনিবার ৭২টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বাদ আসর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আজ ৭২ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বিয়ের জন্য বর ও কনেপক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ভারতের মাওলানা জোহায়েরুল হক বিবাহের খুতবা প্রদান করেন।

 এরপর ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। আর বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়।

প্রতি বছর ইজতেমা ময়দানে ৮০ থেকে ১৩০ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার কয়েক লাখ মুসল্লি এই আখেরি মোনাজাতে অংশ নেবেন।