নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
বরিশালের উজিরপুরে মো. নুর ইসলাম হাওলাদার (৬৫) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
আজ শনিবার বেলা ১১টায় উজিরপুর উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবজি বিক্রেতা মো. নুর ইসলাম হাওলাদার নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। ২ বছর আগে নুর ইসলাম স্টক করেন, এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।