টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৩
শেয়ার :
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। 

নিহতরা হলেন নাটোর জেলার রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি ও একই এলাকার শরীফ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের পরিদর্শক রেজাউল করিম স্থানীয়দের বরাতে জানান, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় এসে বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে বাসটি দ্রুত হয়েছে।’