‘গ্যাসের সংকট মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত’
দেশে চলমান গ্যাসসংকট মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের সঙ্গে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আজ বিকেল ৪টার দিকে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তার জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে শুরু হওয়া এ মেলা ১৯ দিনব্যাপী চলবে।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ গ্যাস সংযোগের দাবি তুললে আজ ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘পদ্মার এপাড়ে গ্যাসের পাইপ লাইন এসে গেছে। এখন যদি পৃথিবীতে সংঘাত শুরু হয়, তাহলে এই গ্যাসের সংকট ফরিদপুর বসেই অনুধাবন করতে পারবেন। গ্যাসের সংকট কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আমরা তো বিচ্ছিন্ন না। আল্লাহ যদি শান্ত করেন তাহলে আমরা অচিরেই ফরিদপুরে গ্যাস দিতে পারব এবং এই এলাকা আরও বেশি কর্মচাঞ্চল্যকর হয়ে উঠবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জসীমউদ্দীনের জামাতা বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে পল্লীকবি জসীমউদ্দীনের আত্মার সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু তাকে বড় ভাই হিসেবে ডাকতেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কবি ছিলেন, জসিমউদ্দীন ছিলেন সাহিত্যের কবি।’
ড. তৌফিক-ই-ইলাহী বলেন, ‘বর্তমানে আমরা বই পড়া ভুলে গিয়েছি, ছেলে-মেয়েরা টেলিফোন নিয়ে ব্যস্ত। আমরা যদি কবিদের জীবন আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবনও উন্নত হবে, নিজেদের মধ্যে বোঝাবুঝির উন্নত হবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার মোর্শেদ আলম, কবিপুত্র খুরশিদ আনোয়ার জসীমউদ্দীন, কবিকন্যা আসমা জসীমউদ্দীন তৌফিক, এ কে আজাদের স্ত্রী শাম্মী আজাদ প্রমুখ।