সাবেক এমপি শামছুল হকের মৃত্যুতে মেয়র তাপসের শোক

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫
শেয়ার :
সাবেক এমপি শামছুল হকের মৃত্যুতে মেয়র তাপসের শোক

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। ছবি: সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার এক শোকবার্তায় ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নানাবিধ কার্যক্রমে পুরোমাত্রায় সম্পৃক্ত থেকে করপোরেশনের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন। তিনি সবসময়ই করপোরেশনকে একটি জনবান্ধব সংস্থা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তার অন্তর্নিহিত কল্যাণকামী ভূমিকার ফলে তিনি চাঁদপুর-৪ আসন থেকেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিবার শোকাহত।’

শোকবার্তায় মেয়র শেখ তাপস প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ, প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত অবিভক্ত সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সংক্রমণ জনিত কারণে তিনি আজ সকাল ৬টা ৪২মিনিটে হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ড. শামছুল হকের বড় বোন খোদেজা বেগমের ৩য় সন্তান আনিছুর রহমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।