৫০ কেজির বাঘাইড় মাছের সঙ্গে উঠল যুবকের লাশ
সিলেটে কুশিয়ারা নদীতে বড়শি ধরা পড়ে বাঘাইড় মাছ। সেই মাছ তুলতে অক্সিজেনের সাপোর্টে নদীতে নামেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। কিন্তু সেই মাছের সঙ্গে লাশ হয়ে উঠলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ নামক ডহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ।
নিহত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, গতকাল বিকেলে দেলোয়ার তিনজন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। তখন বড়শিতে বড় একটি বাঘাইড় মাছ আটকা পড়লে দেলোয়ার মাছটি ধরতে নৌকা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় তিনি পানির নিচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে দেলোয়ার লাশ হয়ে ৫০ কেজি ওজনের জীবিত মাছ নিয়ে সঙ্গীদের কাছে ফেরেন। খরব পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, তার ভাই কানাডা যাওয়ার জন্য গতকাল আঙুলের ছাপ দিয়ে এসেছে। আজ দেলোয়ার কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। দেলোয়ারের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং অবুঝ দুইটি সন্তান রয়েছে।
ওসি মো. জাবেদ মাসুদ বলেন, ‘দেলোয়ারের লাশ উদ্ধার করে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’