সরকারের উন্নয়নবিরোধী পোস্টার সাঁটানোর সময় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২
শেয়ার :
সরকারের উন্নয়নবিরোধী পোস্টার সাঁটানোর সময় গ্রেপ্তার ৩

ময়মনসিংহে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে নানা অপপ্রচারমূলক তথ্য সম্বলিত পোস্টার সাঁটানোর সময় ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় এসব পোস্টার সাঁটানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ওইদিন বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. শরীফ, মো. ইমন মিয়া ও মো. রায়হান। তারা নগরীতে পোস্টার-প্যানা সাঁটানোর কাজ করে বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘পোস্টার সাঁটানোর সময় গ্রেপ্তার হওয়া তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘যে তথ্য সম্বলিত ভুয়া পোস্টার সাঁটানো হয়েছে এটি সম্পূর্ণ অপপ্রচার। বিভ্রান্তকর তথ্য দিয়ে সিটি করপোরেশনসহ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার করা হচ্ছে, যা আদৌ সত্য নয়। কোনো ঠিকানা বা কারো নাম ব্যবহার না করে উদ্দেশ্যমূলকভাবে পোস্টার সাঁটাচ্ছে এবং সেই পোস্টারে তারা সিটি করপোরেশনের লোগোও ব্যবহার করেছে যা সম্পূর্ণ বেআইনী ও অপরাধ। আশাকরি প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’