নরওয়ে এবং বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ‘লেট দ্যা লাইট ইন’

অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১
শেয়ার :
নরওয়ে এবং বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ‘লেট দ্যা লাইট ইন’

বাংলাদেশি ব্যান্ড চিরকুট এবং নরওয়ের গায়ক, গীতিকার ও জলবায়ুকর্মী মার্তে উলফ যৌথভাবে তাদের নতুন গান ‘লেট দ্যা লাইট ইন’ প্রকাশ করেছেন।

চিরকুটের প্রতিষ্ঠাতা ও প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি গত বছর নরওয়ের অ্যাগডার ইউনিভার্সিটিতে এক আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলনে মূল বক্তা হিসেবে যোগদানের সময় এই গান লেখা, সুর দেওয়ার পর তার রেকর্ডিং শুরু হয়। 

নরওয়ের সঙ্গীত সম্মেলনে সুমি তার ২১ বছরের সংগীত যাত্রার ছাড়াও বিনোদন জগতে একজন নারী হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরেন। 

১ ফেব্রুয়ারি ঢাকার নরওয়েজিয়ান দূতাবাস বাংলাদেশ-নরওয়ের সাংস্কৃতিক বিনিময়ের এই গান এক লাইভ পারফরম্যান্সের মাধ্যমে উদযাপন করেছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্টদূত এসপেন রিক্টার স্ভেনসন, কূটনীতিক, ব্যবসায়ীরা ছাড়াও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা এতে অংশ নেন।

নরওয়ে ও চিরকুটের মিউজিক্যাল পার্টনারশিপ, সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বের ইতিহাস দীর্ঘ। ২০১১ সালে রিক্সকনসার্টিন (ন্যাশনাল ট্রাভেলিং কনসার্ট) এবং লাইভ স্কয়ার কনসাট বাংলাদেশের মাধ্যমে নরওয়ের সঙ্গে চিরকুটের সহযোগিতা শুরু হয়। এটি রক ব্যান্ডের জন্য একটি নতুন সূচনা ছিল। এরপর থেকে চিরকুটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নরওয়েজিয়ান দূতাবাস এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।