ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

বাংলা একাডেমি প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় একুশে বইমেলায় সমবায় অধিদফতর, বার্ড কুমিল্লা এবং পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার স্টল উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ত্রাণ প্রতিমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘর গেটের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মসূচি

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু করে মৎস্য ভবন-শাহবাগ দিয়ে কর্তৃপক্ষের অফিসে গিয়ে শেষ হবে র‍্যালি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

মেয়র আতিকুলের কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারকরণ কার্যক্রম শুরু হবে। এতে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

কামরুল ইসলামের কর্মসূচি

কালিন্দী বয়েজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেল ৩টায় কেরানীগঞ্জে কালিন্দী ক্রিকেট মাঠে অনুষ্ঠান শুরু হবে।

 শিল্পকলা একাডেমিতে কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত অনলাইন চিত্রপ্রদর্শনী শিল্পী সম্মিলন ও সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বইমেলায় সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন

বেলা ১১টায় বইমেলায় সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এ সময় আরও উপস্থিত থাকবেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম, সিসিমপুরের টুকটুকি, হালুম, শিকু, ইকরিসহ অন্যান্য অতিথি এবং প্রিয় শিশুরা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কর্মসূচি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় কাফরুলের ভিশন ফেক্টরি মোড়ে লাল পতাকার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্সসহ মহানগরের নেতারা।