মোবাইল ফোন চুরি করে প্রেমিকাকে উপহার, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫
শেয়ার :
মোবাইল ফোন চুরি করে প্রেমিকাকে উপহার, অতঃপর...

মোবাইল ফোন চুরি করে উপহার দিয়েছিলেন রাহুল মণ্ডল নামের এক যুবক। তবে প্রেমিকাকে খুশি করে নিজে স্বস্তিতে থাকতে পারেননি, যেতে হয়েছে কারাগারে। তিনি ছাড়াও তার এক বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বেশ কিছু দিন ধরেই হুগলির  পোলবা থানার নানা এলাকায় চুরির ঘটনা ঘটছে। দুই দিন আগে ডাকাতির জন্য জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। তারা সবাই মেটিয়াবুরুজ ও খিদিরপুরের বাসিন্দা।

এ ছাড়া পোলবার মহানদ ও কামদেবপুর এলাকার দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। কামদেবপুরের চুরির ঘটনায় অলোকনাথ মোহন্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দননগরের বাসিন্দা।

অন্যদিকে, মহানদের মোবাইল দোকানের চুরির ঘটনায় রাহুল মণ্ডল ও মিহিলাল মণ্ডল নামের দুই বন্ধুকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। তারা দুজনেই মহানদ নাগরপাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারদের মধ্যে রাহুল মণ্ডলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তিনি মোবাইল ফোন চুরি করে তার বান্ধবীকে উপহার দিয়েছিলেন! আর এ চুরির অপরাধেই তিনি ও তার বন্ধু এখন কারাগারে আছেন।