চোখে না পড়লেও ভেতরে ভেতরে রাজনৈতিক অস্থিরতা রয়েছে: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পল্লীনিবাস বাসভবনে জাতীয় পার্টির নির্বাচিত ১১ সংসদ সদস্যকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের।
মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে, যার জন্য সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকা মানুষের ভেতরে ভেতরে ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষের আয় যেভাবে কমছে, সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। আমরা প্রথম দিন থেকেই সেটা বলে আসছি। নিত্যপণ্যের মূল্য সহনীয় করতে না পারলে সামনের দিকে সরকারের দিনগুলো সুখকর হবে না।’
সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন দেওয়া বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সমালোচনা করেছেন, তা নিয়েও কথা বলেন জি এম কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না অসন্তোষ বলতে কী বোঝায়। আমরা স্পিকারের কাছে আমাদের কী কী প্রত্যাশা তা বলেছি এবং যুক্তি দিয়ে বলেছি। তারপরও অনেকে বলছে রেওয়াজ ছিল না। রেওয়াজ তো মানুষেই তৈরি করে। রেওয়াজ তো কোনো আইন নয়। তাছাড়া নতুন রেওয়াজ তৈরির জন্য তো মানুষই ভাঙে। আসলে কেন অসন্তুষ্ট হলেন, আমার জানা নাই। সংসদের বক্তব্য নিয়ে যারা অসন্তুষ্ট হয়েছেন, তারা হয়তো আমার বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারেনি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নুসহ দলটির কেন্দ্রীয় নেতারা ও সংসদ সদস্যরা। এর আগে সবাইকে নিয়ে জি এম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?