‘ছায়াবৃক্ষ’র পোস্টারে একঝাঁক তারকা

বিনোদন প্রতিবেদক
৩১ জানুয়ারী ২০২৪, ১৮:২১
শেয়ার :
‘ছায়াবৃক্ষ’র পোস্টারে একঝাঁক তারকা

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। বন্ধন বিশ্বাস পরিচালনায় এতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব ও অপু বিশ্বাস।

‘ছায়াবৃক্ষ’র মুক্তিকে সামনে রেখে গতকাল মঙ্গলবার প্রকাশ হয়েছে এর অফিসিয়াল পোস্টার। যেখানে চা শ্রমিকের রূপে হাজির হয়েছেন নিরব, অপু বিশ্বাস, নওশাবা, সুমিত ও ডনসহ অনেকে।

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আমার “ছায়াবৃক্ষ”র অফিসিয়াল পোস্টার প্রকাশ করলাম। আগামী ১৬ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দিতে চাই।


তিনি আরও বলেন, ‘সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হব বলে মনে করি। মোট কথা, দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প দেখবেন বড় পর্দায়।’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খানসহ অনেকে। অনুপম কথাচিত্রের ব্যানারে এর কাহিনি ও সংলাপ লিখেছেন তানভীর আহমেদ সিডনি।