সাংবাদিকতা পেশাকে শ্রদ্ধার চোখে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। জনগণের জান-মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছে; বিশেষ করে ক্রাইম রিপোর্টারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। আমি সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজার-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য দেন। এ সময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের নিবন্ধন পাওয়ায় মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আলমগীর হোসেন, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, ক্র্যাবের সহসভাপতি শাহীন আব্দুল বারী, অর্থ সম্পাদক হয়লাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজি, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, নির্বাহী সদস্য আলী আজম ও কালিমউল্ল্যাহ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?