রুশ মুদ্রায় আমদানির বিল পরিশোধ করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১৬:৩৬
শেয়ার :
রুশ মুদ্রায় আমদানির বিল পরিশোধ করতে চায় বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি

নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুশ মুদ্রা রুবলে আমদানি বিল পরিশোধে আলোচনা হয়েছে বাংলাদেশের। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি এ বিষয়ে আলোচনা করেন।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডুয়াল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে আমরা শুরুও করেছি। রুবলের বিনিময়ে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘রাশিয়ার সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক এখনো সই হয়নি। এগুলোর বিষয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগের ওপর একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি।’

তিনি বলেন, ‘রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে, যেমন তৈরি পোশাক ও পাট। আমারও রাশিয়া থেকে গমসহ অন্যান্য জিনিস আমদানি করি। আমাদের বাণিজ্যিক বাস্কেট বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’