খোঁজ মিলেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তারের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১৬:০৪
শেয়ার :
খোঁজ মিলেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তারের আশঙ্কা

প্রায় ৩০ ঘণ্টা পর খোঁজ মিলেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। জমি জালিয়াতি মামলায় হেমন্তকে প্রশ্ন করার জন্য গত কয়েকদিন ধরেই খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট(ইডি)। তবে ৩০ ঘণ্টা ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজ মেলার পর আজ বুধবার তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নিজস্ব বাড়ি কিংবা অফিস কোথাও হেমন্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ রাঁচির বাড়িতে খোঁজ মেলে হেমন্তের। আজ বুধবার দুপুর ১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে যান ইডি কর্মকর্তারা। ইতিমধ্যে সেখানে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। 

এনডিটিভি জানায়, এর আগে ৯ বার তিনি ইডির তলব এড়িয়েছেন। ৩১ জানুয়ারি পর্যন্ত তাকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল। তাতে অবশ্য হেমন্ত সোরেন জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ইডি দপ্তরে যাবেন সশরীরে। কিন্তু তার আগেই ‘পালিয়ে যান’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

রবিবার শেষ বার দিল্লির বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল হেমন্তকে। কিন্তু তার পরে ইডি হেমন্তের দিল্লির বাড়িতে গিয়েও তাকে পায়নি। এমনকি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জন্য দিল্লির ঝাড়খণ্ড ভবনেও খোঁজ করা হয়। সেখানেও ছিলেন না তিনি। ইডি হেমন্তের ফাঁকা বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিএমডব্লিউ গাড়ি পায়। আর নগদ ৩৬ লাখ টাকা বাজেয়াপ্ত করে। 

এর পরে প্রায় ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পরে রাঁচিতে নিজের বাড়ির সামনে হঠাৎ উদয় হন হেমন্ত। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই বৈঠক করেন তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বিধায়কদের সঙ্গে। শেষে বুধবার দুপুরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তের বাড়িতে পৌঁছায় ইডি।

খবর পেয়েই জেএমএম সমর্থকেরা রাঁচিতে বিক্ষোভ শুরু করেন। ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে বিশৃঙ্খলার মোকাবিলায় তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। সেই দলের নেতৃত্বে রয়েছেন ঝাড়খণ্ডের অর্থ দফতরের সচিব। রাঁচির কাঁকে রোডে হেমন্তের বাড়ির চার পাশে জারি করা হয়েছে ১৪৪ ধারাও।