রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১৪:২৩
শেয়ার :
রাজনৈতিক দল গঠন করছেন থালাপতি বিজয়

অভিনেতা থেকে নেতা হওয়ার জার্নি শুরু হতে চলেছে আরও এক চলচ্চিত্র তারকার। জানা গেছে, তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শিগগির নিজে রাজনৈতিক দল গড়তে যাচ্ছেন। শুধু তাই নয়, এরই মধ্যে দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এনিডিটিভিকে বলেন, ‘আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি।’

দলের নাম কি রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।’

ঠিক কবে নাগাদ রাজনীতিতে সক্রিয় হবেন থালাপাতি বিজয়? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘২০২৬ সালে তামিল নাড়ু রাজ্য নির্বাচনের আগে আগে রাজনীতিতে পা রাখবেন থালাপাতি বিজয়।’

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।