কোরীয় উপকূলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১১:০৩
শেয়ার :
কোরীয় উপকূলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বিমানটি থেকে অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। বুধবার ভোর ৫টার ৪০ মিনিটে মার্কিন ওই যুদ্ধবিমানটি জিয়নবাক রাজ্যের কুনসান বিমানঘাঁটির পাশে সাগরে বিধ্বস্ত হয়েছে।

তবে, বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা এখনো জানানো হয়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।

ইউএস 8ম ফাইটার উইং বলেছে যে, তারা পাইলটকে উদ্ধার করতে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার মিশন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি অনির্দিষ্ট ইন-ফ্লাইট জরুরি অবস্থার সম্মুখীন হয়েছিলেন এবং বের হয়ে যান।

দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম উল্লেখ করে উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ সি গেটকে বলেন, ‘আমরা কোরিয়া প্রজাতন্ত্রের উদ্ধারকারী বাহিনী এবং আমাদের সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের পাইলটকে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব করেছে।’