স্বামীর সঙ্গে ঝগড়া, ফ্ল্যাটে আগুন দিয়ে বাবার বাড়ি গেলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ০৯:৩৯
শেয়ার :
স্বামীর সঙ্গে ঝগড়া, ফ্ল্যাটে আগুন দিয়ে বাবার বাড়ি গেলেন চিকিৎসক

স্বামীর সঙ্গে বিবাদের জেরে ফ্ল্যাটে আগুন লাগিয়ে বাবার বাড়ি চলে গেছেন চিকিৎসক স্ত্রী।গত সোমবার ভারতের পুনের সম্ভাজিনগর শহরের নালন্দা অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নালন্দা অ্যাপার্টমেন্টে থাকতেন গোবিন্দ ও বিনীতা ভাইজওয়াদে। তারা দুজনেই চিকিৎসক। গোবিন্দ একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন।বিনীতা আয়ুর্বেদিক কলেজের অধ্যাপক।গত রবিবার রাত ১১টার দিকে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।পরে প্রতিবেশীরা দুজনকে বোঝানোর চেষ্টা করেন।সে সময় গোবিন্দ বাড়ি থেকে বের হয়ে যান।পরে বিনীতা হাসপাতালে চলে যান।

গোবিন্দ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন। তবে বিনীতা বাড়ি ফেরেন ভোর ৬টায়। তিনি কলিংবেল বাজালেও গোবিন্দ দরজা খোলেননি।পরে বিনীতা প্রতিবেশীদের ডেকে জড়ো করেন। প্রতিবেশীরা এলে দরজা খুলে দেন গোবিন্দ।এরপর ফ্ল্যাটে ঢুকেই আগুন ধরিয়ে দিয়ে বাবার বাড়ি চলে যান বিনীতা।

পরে প্রতিবেশীরা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই এসি, টিভি, কুকার, দুটি ফ্রিজ, আলমারি, শোকেসসহ ফ্ল্যাটের জিনিসপত্র পুড়ে যায়।

 পুনে পুলিশের ডেপুটি কমিশনার নবনীত কানওয়াত (জোন ২) জানান, এ ঘটনায় সোমবার রাতে গোবিন্দ তার স্ত্রীর নামে মুকুন্দওয়াড়ি থানায় মামলা দায়ের করেছেন।