ভারতের ফুটবল লিগে সানজিদার অভিষেক
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলের দিকেই দৃষ্টি পড়ে সবার। ভারতীয় ফুটবল লিগের ক্লাবগুলোর নজরে ছিলেন সাবিনা খাতুন, সানজিদা আক্তাররা। এরই মধ্যে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনকে দলে নিয়েছে কিকস্টার্ট। আর সানজিদা খেলছেন ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে। গতকাল ভারতীয় নারী ফুটবল লিগে প্রথমবারের মতো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ম্যাচ খেলতে নামেন সানজিদা। ১০ নম্বর জার্সি পরে ওড়িশার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন তিনি। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ ম্যাচে বেশ কয়েকবার ঝলক দেখানোর চেষ্টা করেন সানজিদা। বাংলাদেশের এই তারকা ফুটবলার গোলের সুযোগ তৈরিও করেছিলেন। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত গোল পায়নি ইস্ট বেঙ্গল।
ভারতে গিয়ে অভিষেক ম্যাচে জয়ের মুখ না দেখলে নতুন একটি রেকর্ড গড়লেন সানজিদা। ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে প্রথম নারী বিদেশি ফুটবলার হিসেবে খেলেন তিনি। এর আগে এই ক্লাবের হয়ে বিদেশি কোনো নারী ফুটবলার খেলেননি। ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবে নারী ফুটবলার হিসেবে সানজিদা প্রথম খেলোয়াড় হলেও অতীতে বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলার খেলেছেন। ১৯৮৬ সালে ডুরান্ড কাপে প্রথমবারের মতো ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এরপর মোনেম মুন্না, গাউসরা ক্লাবটির হয়ে খেলেছেন। তাই ইস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্কটা অনেক পুরনো। নতুন করে এই সম্পর্ক সতেজ করলেন সানজিদা।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
সানজিদার পরবর্তী ম্যাচ সাবিনা খাতুনের দল কিকস্টার্টের বিপক্ষে। আগামী ৫ ফেব্রুয়ারি বেলা দুটায় ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৬ ম্যাচ শেষে ওড়িশা এফসি ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানজিদার দল ইস্ট বেঙ্গল এক ম্যাচ বেশি খেললেও অর্জন মাত্র ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত দলের মধ্যে ছয় নম্বরে। সাবিনার কিকস্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র