জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুন্না
দীর্ঘ ১১ মাস কারান্তরীণ থাকার পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। আজ মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, ‘জালিমের কারাগার মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত বছরের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। সব মামলায় তিনি জামিন লাভ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ ছাত্রদল নেতা তাইফুর রহমান ফুয়াদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?