জলদস্যুদের হাত থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪, ১৭:২১
শেয়ার :
জলদস্যুদের হাত থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। মঙ্গলবার সোমালিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ৩৬ ঘণ্টার মধ্যে দুটি জাহাজ দস্যুদের হাত থেকে উদ্ধার করেছে ভারতীয় রণতরী। আইএনএস সুমিত্রা নামে ওই জাহাজটি এর আগে ১৭ ইরানি ক্রুসহ একটি জাহাজ উদ্ধার করেছিল।  

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা বিগত সপ্তাহে এমন একাধিক সাহায্যের আবেদন পেয়েছেন। সোমালিয়া উপকূলে দস্যুদের তৎপড়তা বেড়েছে বলে জানায় তারা। 

সোমলিয়ার পূর্ব উপকূল ও গালফ অব এডেনে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য আইএনএস সুমিত্রাকে মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, ২৮ জানুয়ারি ইরানি পতাকাবাহী এক জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তাদের উদ্ধার করে জাহাজটি পরিস্কার করে তারা। এরপর জাহাজটি চলে যায়। 

পরবর্তীতে মঙ্গলবার আবার একটি সাহায্যের আবেদন পায় নৌবাহিনী। আল নাইমি নামের মাছ ধরার ওই নৌকায় পাকিস্তানি ক্রু ছিল। দস্যুদের হাত থেকে তাদের উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। তবে দস্যুদের ব্যাপারে কিছু বলা হয়নি। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে অনুযায়ী, লোহিত সাগরে হুথিদের হামলার কারণে সোমালিয়া উপকূলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।