রেনাল ট্রান্সপ্লান্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে সাইন্টিফিক সেমিনার
অর্গান ট্রান্সপ্লান্ট একটা সময় আমাদের দেশে স্বপ্নের মতোই ছিল। ধীরে ধীরে দেশীয় ডাক্তারদের সাহসিকতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশের ডাক্তাররাও এই সেক্টরে সফলতা দেখাতে শুরু করেছে। অনেক ডাক্তার দেশের বাইরে থেকে অভিজ্ঞতা নিয়ে আসছে এবং কিছু হাসপাতাল দেশের বাইরে থেকে অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে এসে তাদের অভিজ্ঞতাগুলো নতুনদের কাছে তুলে ধরছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এভাবেই ভারতের প্রসিদ্ধ ডাক্তার দেবী শেঠির নারায়ণা হেলথের সঙ্গে প্রতিবছর বিভিন্ন সেমিনার সেশন আয়োজন করে থাকে। গত রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে অর্গান ট্রান্সপ্লান্টের ওপর সেমিনার আয়োজন করা হয়েছিল। যেখানে ফরেন ডেলিগেটস হিসেবে নারায়ণা হেলথ রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল কোলকাতা শাখার ডাক্তার ফোরকান বাবু শেখ স্পিকার হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করেন, যিনি প্রতিদিন দুটি করে অর্গান ট্রান্সপ্লান্ট করছেন নারায়ণার কোলকাতা শাখায়। এ ছাড়া তিনি লেপারোস্কপিক ডোনার নেফারোক্টমিক এবং রোবোটিক রেনাল ট্রানপ্লান্টের ওপর অভিজ্ঞতা শেয়ার করছিলেন উপস্থিত ডাক্তার এবং ছাত্রদের সঙ্গে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে অর্গান ট্রান্সপ্লান্টের সঙ্গে জড়িত সব ডাক্তারদের বিশেষভাবে ধন্যবাদ জানান এবং নারায়ণা হেলথের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার লক্ষে আরও বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেমিনারটি সফলভাবে আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন ভারতের নারায়ণা হাসপাতাল। উক্ত সেমিনারে নারায়ণা হেলথের পক্ষ থেকে বক্তব্য রাখেন নারায়ণার বাংলাদেশ জোন গ্রুপ হেড সৌমিক দাসগুপ্তা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ইশতিয়াক আহমেদ শামীম। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং ইউরোলজি বিভাগের হেড প্রফেসর ডাক্তার শফিকুল আলম চৌধুরী, মিটফোর্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার সুদীপ দাস গুপ্তা প্রমুখ।