এবার যুক্তরাষ্ট্রে ‘হুব্বা’
বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। গেল ১৯ জানুয়ারি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে ওপার বাংলার এই সিনেমাটি। এবার আমেরিকায় মোশাররফ ভক্তদের জন্য সুখবর। ফেব্রুয়ারির শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, চলতি সপ্তাহান্তে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, নিউ জার্সি, বোস্টন, ভার্জিনিয়া, সান ফ্রান্সিসকো, ডালাস, আটলান্টাসহ একাধিক শহরে চলছে মুক্তির প্রস্তুতি।
এর প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘আমরা বিশ্বের দরবারে ভালো বাংলা ছবিকে তুলে ধরতে চাই। সেই জন্যই এই পদক্ষেপ।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। এতে তিনি অভিনয় করেছেন গ্যাংস্টার চরিত্রে। সিনেমাটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে তিনি একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন।
মোশাররফ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, গম্ভীরা ভট্টাচার্য, লোকনাথ দে, পৌলমী বসু প্রমুখ। প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। বাংলাদেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট