নাটোরে কালো পতাকা মিছিলে বাধা, বিএনপির সমাবেশ

নাটোর প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৪, ১১:৩৬
শেয়ার :
নাটোরে কালো পতাকা মিছিলে বাধা, বিএনপির সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে নাটোরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। তবে পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি নেতাকর্মীরা। 

কর্মসূচি পালন করতে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় পুলিশ কালো পতাকা মিছিল করতে নিষেধ করেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ। পরে কার্যালয়ের সামনে পুলিশি বেস্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।  

এ সময় যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলাদলের সভাপতি সুফিয়া হক, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যপারিসহ দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবশে বক্তারা বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন সাধারণ জনগণ প্রত্যাখান করেছে। এ সরকার ভারতের সরকার। শরীফার গল্পের মতোই জাতীয় সংসদ। বাজারে সবকিছুর দাম বেশি। দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাই এই সরকারের পতন ঘটানোর আন্দোলনে ভোট বর্জনের মতো করে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।